আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
টিকা গ্রহণ করার পর তিনি বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি, যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য। আমি একই সঙ্গে বলতে চাচ্ছি, আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এটা ভয়ের কোনো কারণ নেই। এটা প্রত্যেকে, আমার রিকশাওয়ালা ভাইকে, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা অবস্থাবান না, সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার। এখানে ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। বিএসএমএমইউর সকল কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
এ টি / এনবি নিউজ
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473