এনবি নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সেদিকে খেয়াল রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতিফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রবীণদের স্মৃতি ফলক দেখে নতুনরা অনুপ্রেরণা পাবে এবং তাঁদের আদর্শে নিজেকে চালিত করবে। করোনাভাইরাসের সময় ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে ভার্চুয়াল কোর্টের সেবা পেয়েছে দেশবাসী।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আল মাহমুদ সাগর ও রিক্রেয়শন সম্পাদক অ্যাড. বিল্লাল হোসন। এ সময় বিচারকসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473