গত দুই মৌসুমে পারফরম্যান্স দেখিয়ে ইউরোপের সেরা ক্লাবগুলোর নজরে পড়েছিলেন বার্সেলোনার সাবেক ও আয়াক্সের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা।
কিন্তু নিষিদ্ধ ওষুধ সেবন করে সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যামেরুনের জাতীয় দলের এ গোলরক্ষক।
ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, গত বছরের অক্টোবরে একটি ডোপ পরীক্ষা হয়েছিল ওনানার। সে পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। তার মূত্র নমুনায় নিষিদ্ধ ফুরোসেমাইড পাওয়া গেছে। ফুরোসেমাইড মূত্রনমুনায় পারফরম্যান্স-বর্ধক অন্য কোনো ওষুধের উপস্থিতি লুকানোর ক্ষেত্রে ব্যবহার করেন ডোপপাপীরা।
অবশ্য আন্দ্রে ওনানার পক্ষে অবস্থান নিয়েছে তার দল আয়াক্স।
পরীক্ষার আগের দিন না জেনে স্ত্রীর জন্য প্রেসক্রাইব করা একটি ওষুধ সেবন করেছিলেন ওনানা। নিষিদ্ধ কোনো মাদক নেননি তিনি।
ডাচ ক্লাব তাদের ওয়েবসাইটে লিখেছে, ৩০ অক্টোবর সকালে ওনানা অসুস্থ বোধ করছিলেন। অস্বস্তি এড়াতে ওষুধ খেতে চেয়েছিলেন। তাকে নিজের প্রেসক্রিপশনে থাকা ল্যাসিমাক নামের একটি ওষুধ দেন তার স্ত্রী। ওষুধটা গ্রহণ করে অস্বস্তিবোধটা কাটান ওনানা। আর সেই ঘটনাই কাল হয়ে দাঁড়াল ২৪ বছর বয়সী এ ফুটবলারের জন্য।
কিন্তু ক্লাবের সে দাবিতে লাভ হয়নি ওনানার। এক বছরের জন্য মাঠে নিষিদ্ধ হলেন ক্যামেরুনের এ তারকা ফুটবলার।
উয়েফার এ সিদ্ধান্তের বিরোধীতা করবে আয়াক্স। প্রয়োজনে এ ব্যাপারে তারা সর্বোচ্চ ক্রীড়া আদালতেও যাবেন।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ওনানার এ শাস্তি কমাতে চেষ্টা করবেন তারা। ইচ্ছাকৃত পারফরম্যান্স–বর্ধক ওষুধ নেননি ওনানা। এটা সম্পূর্ণ দুর্ঘটনাবশত হয়েছে। তাই এই শাস্তি যেন তুলে নেওয়া হয় বা কমিয়ে নেওয়া হয়- সর্বোচ্চ আদালতে এ দাবি জানাবেন তারা।
এ টি / এনবি নিউজ
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473