এনবি ডেস্ক : আজ ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০৯ রান।
২৫ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডা সিলভা ও আলজারির শতাধিক রানের জুটিতেই চারশ’ পার করার পথে ছিল তারা। কিন্তু ৯২ রানে ডা সিলভার বিদায়ে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩৮৪/৭। এই প্রতিরোধ ভাঙার পর আলজারিও টিকতে পারেননি। ৮২ রানে আউট হন আবু জায়েদ রাহীর বলে।
ডানহাতি পেসার তার পরের ওভারে ফেরান জোমেল ওয়ারিকানকে। ডা সিলভাকে মাঠছাড়া করা তাইজুল ইসলাম ৮ রানে শ্যানন গ্যাব্রিয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। তাতে শেষ হয় সফরকারীদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪০৯ রানে।
অবশ্য, এতে সফরকারীদের লক্ষ্য পূরণ হয়েছে ভালোভাবেই। কেননা, প্রথম দিনের খেলা শেষে এনক্রুমাহ বোনার বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সাড়ে তিনশ’র বেশি রান করতে চায়।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473