এনবি নিউজ : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আজ অনুষ্ঠেয় কমিশন সভায় এ ধাপের ভোটের তফসিল ঘোষণার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।
একইসঙ্গে কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেখানে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব জায়গায় ইতোপূর্বে সহিংস ঘটনা ঘটেছে সেখানেও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি জটিলতার কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে এ ধাপে ৮৩৫টি ভোট হতে পারে। ৮১ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটের কোনো দরকার হবে না। আরও জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এসব নির্বাচনের প্রচার মঙ্গলবার শেষ হয়েছে। আজ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি মালামাল পাঠানো হবে।
এদিকে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হতে পারে। এসব ইউনিয়ন পরিষদে ডিসেম্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বেশ কয়েকটি পৌরসভা ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে তফসিল ঘোষণা হতে পারে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473