এনবি নিউজ : দুদিন ধরে ঘরে আটকে রেখে এক দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনার কলমাকান্দায়।
এ ঘটনায় বৃহস্পতিবার ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা করেছেন।
ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিধলী এলাকাসংলগ্ন বোবাহালা মোড়ের একটি ঘর থেকে দুদিন পর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন।
পরে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন। পর দিন বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
পরে ওই দিন রাতেই আব্দুল কালাম (৩৫) ও ফৌজদার মিয়া (৪৫) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই কিশোরী ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা আদালতে জবানবন্দি দিয়েছেন।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473