এনবি নিউজ : শীতের জীর্ণতা সরিয়ে, গাছে গাছে কচি পাতা আর তাতে মৃদু হাওয়ার ঝিরিঝিরি কাঁপন জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। গত বছর থেকে পহেলা ফাল্গুনে যোগ হয়েছে নতুন আমেজ। বাংলা বর্ষপঞ্জি সংস্কার করায় পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস। প্রতিবছর পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে তরুণ প্রাণের রঙের ছোঁয়ায় পাল্টে যায় রাজধানী। কিন্তু এবার সেই রং চাপা পড়েছে করোনা মহামারীর ধূসর ছায়ায়।
প্রথমত এই বসন্তে জমেনি বইমেলা, খাঁ খাঁ করছে সোহরাওয়ার্দী উদ্যানসহ বাংলা একাডেমি এলাকা। সব শিক্ষা প্রতিষ্ঠানের মতোই প্রায় ১১ মাস ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। টিএসসিসহ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সুযোগ নেই, বহাল আছে যাতায়াত সীমিত রাখার নির্দেশনাও।
তাই এবার ঢাবির চারুকলা অনুষদ প্রাঙ্গণেও অনুষ্ঠিত হচ্ছে না বসন্তবরণ উৎসব। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বলেন, বিশেষ দিন উদযাপনে নাগরিক উদ্যোগে গঠিত জাতীয় কমিটিগুলো বিশ্ববিদ্যালয়ের জায়গা ব্যবহার করে এসব উৎসব আয়োজন করে। এ বছর বসন্ত উৎসব কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু আমরা অনুমতি দিতে পারিনি। মূলত করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামাজিক ভিড় করতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় উৎসব আয়োজনে অনুমতি দেওয়া হয়নি।
তবে চারুকলায় বসন্ত উৎসব আর একুশের বইমেলা না হোক, প্রকৃতি থমকে থাকবে না। ঠেকিয়ে রাখা যাবে না ফাগুন হাওয়া। জানা গেছে, এবার জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করবে। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ১০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হবে এ অনুষ্ঠান।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473