এনবি নিউজ : চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ভোটের আগেই এক কাউন্সিলর প্রার্থী নিখোঁজ হয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর প্রার্থীর নাম আব্দুল খালেক। তার পরিবারের দাবি অপহরণ করা হয়েছে তাকে। তবে তাকে অপহরন করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নশ্চিত করতে পারেনি পুলিশ।
খালেকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর ৬টার দিকে স্থানীয় আল্লাই ওষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাজার থেকে গাড়িতে করে তুলে নেওয়া হয় তাকে। এছাড়া এই ওয়ার্ডের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
আবদুল খালেকের চাচাতো ভাই শামসুল আলম বলেন, ভোরে মাজার জিয়ারতের পরপরই ১০ থেকে ২০ জন যুবক এসে তাদের মোবাইল কেড়ে নেয়। কাউন্সিলর প্রার্থী আবদুল খালেককে নিয়ে সাদা একটি গাড়িতে করে কক্সবাজারমুখী সড়কে চলে যায়। পটিয়া পৌরসভার বর্তমান কাউন্সিলর আবদুল খালেকসহ এ ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থী, যারা সবাই আওয়ামী লীগের সমর্থক।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি আবদুল খালেককে তুলে নেওয়ার অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে খোঁজ শুরু করেছেন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473