২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পায় ৫২৫টিতে, স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পায় ৪৪৬টিতে।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৭৯৬ ইউপিতে ভোট হয়। তাতে আওয়ামী লীগের ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়, স্বতন্ত্র প্রার্থী জেতে ৩৯০ ইউনিয়নে।
বুধবার পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়নে ভোট শেষে বৃহস্পতিবার ৬৯২টির দলভিত্তিক ফলের একীভূত তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।
তাতে দেখা যায়, পাঁচ ধাপে ইউপির চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ২ হাজার ১৫টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১ হাজার ৫৯৭টি ইউনিয়নে জয়ী হয়েছে।
পঞ্চম ধাপে দলীয় প্রার্থীদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ২টি, জাতীয় পার্টি ২টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে।
পঞ্চম ধাপে নৌকা যে ৩৪১টি ইউনিয়নে জয়ী হয়েছে, তার মধ্যে ৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
পঞ্চম ধাপে ১৩টি ইউপিতে বিভিন্ন কেন্দ্রে ভোট বন্ধ হওয়ায় পূর্ণাঙ্গ ফল স্থগিত রয়েছে। একটি ইউনিয়নে পুরো ভোটই স্থগিত রয়েছে। আদালতের আদেশে ১টিতে ভোট স্থগিত রয়েছে।
দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউনিয়নে ভোট হবে। এরপর সপ্তম ধাপে ভোট হবে ১৩৮টি ইউনিয়নে।