এনবি নিউজ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং গুরুতর আহত আরও তিনজন চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী চাঁদপুর পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারির ছেলে হানিফ বেপারি (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের মেয়ে নূপুর আক্তার (১৮), সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫০) এবং অজ্ঞাত পরিচয় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে মতলবগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাঁদপুরগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। বাকিদের উদ্ধার করে চাঁদপুর চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে পথে আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় নিহত হানিফ বেপারির স্ত্রী পপি আক্তার ও অপর একজন অজ্ঞাতপরিচয় একজন চাঁদপুর চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধা ও এক যুবক মারা যান। নূপুর নামের একটি মেয়ে আনার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাসচালক পলাতক রয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।