এনবি নিউজ : বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক পীর হাবিবুর রহমানের জানাজা ডিআরইউতে সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টায় তার মরদেহ ডিআরইউ প্রাঙ্গণে আনা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দুই শতাধিক গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
জানাজার আগে মরহুমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। পরিবারের পক্ষে কথা বলেন, পীর হাবিবুর রহমানের ছেলে আহনাফ ফাহমিন অন্তর। বাবার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
ডিআরইউ এর পক্ষে কথা বলেন সভাপতি নজরুল ইসলাম মিঠু। তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে মানুষের জন্য কাজ করে গেছেন পীর হাবিবুর রহমান। তার অকালে চলে যাওয়ায় সাংবাদিক, সাংবাদিকতা ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, সাংবাদিকতার মাধ্যমে।’
জানাজা পরিচালনা করেন নুর মসজিদের খতিব মাওলানা আবুল হাসনাত।
পীর হাবিবুর রহমানের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও সিলেট বিভাগ সাংবাদিক সমিতি।
জানাজা শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পীর হাবিবুর রহমান ছিলেন কঠিন কলমযোদ্ধা। দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। তিনি চিরদিন বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে।’
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সাংবাদিক পীর হাবিবুর রহমানের ছিল অপরিসীম শ্রদ্ধা। তাকে হারানোয় সাংবাদিকতার পাশাপাশি পুরো দেশ ক্ষতিগ্রস্ত হলো।’
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473