এনবি নিউজ : ইউক্রেইনে যে কোনো মুহুর্তে রাশিয়া আক্রমণ করে বসতে পারে- পশ্চিমাদের এমন আশঙ্কার মধ্যে এক ডজনেরও বেশি দেশ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেইন ছাড়ার আহ্বান জানিয়েছে।
এ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির পাশাপাশি অস্ট্রেলিয়া, ইতালি, ইসরায়েল, নেদারল্যান্ডস ও জাপানও আছে বলে জানিয়েছে বিবিসি।
মস্কো ইউক্রেইন সীমান্তে আনুমানিক এক লাখের মতো সৈন্য জড়ো করলেও প্রতিবেশী দেশে হামলার কোনো ইচ্ছা তাদের নেই বলে শুরু থেকেই বলে আসছে।
শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনে হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে ফের সতর্ক করেছেন।
তবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলা নিয়ে পশ্চিমাদের ধারাবাহিক সতর্কতা ‘আতঙ্ক’ সৃষ্টি করতে পারে, যা ‘আমাদের শত্রুদের সেরা বন্ধু’।
হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার হামলা যে কোনো মুহুর্তে হতে পারে, তারা আকাশ থেকে বোমা নিক্ষেপের মাধ্যমে হামলা শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের এ ভাষ্যকে ‘উত্তেজনাপ্রসূত জল্পনা’ অ্যাখ্যা দিয়েছে রাশিয়া।
ওয়াশিংটন জরুরি নয় এমন সব কর্মীকে ইউক্রেইনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস ছাড়তে নির্দেশ দিয়েছে; রোববার থেকে কনসুলার সেবাও স্থগিত রাখা হবে বলে জানিয়েছে তারা। তবে ‘জরুরি পরিস্থিতি জন্য’ পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভে ‘ক্ষুদ্র পরিসরে কনসুলার উপস্থিতি’ থাকবে।
কানাডাও তার দূতাবাস কর্মীদের পোল্যান্ডের সীমান্তবর্তী শহর লেভিভে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম।
ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমনস টুইটারে বলেছেন, তিনি এবং তার ‘মূল দল’ কিয়েভেই থাকছেন।
সাবধানতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেইন থেকে তাদের দেড়শ সৈন্যও সরিয়ে নিচ্ছে; এই সৈন্যরা ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দিতে দেশটিতে ছিল।
ডাচ এয়ারলাইন কেএলএম আপাতত ইউক্রেইনে তাদের সব ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের গণমাধ্যমগুলো।
এদিকে জেলেনস্কি বলছেন, পশ্চিমা দেশগুলোর কাছে শিগগিরই রুশ আগ্রাসন হবে এ বিষয়ে অকাট্য কোনো তথ্যপ্রমাণ আছে বলে এখন পর্যন্ত দেখেননি তিনি।
“আমরা ঝুঁকির বিষয়টা জানি, ঝুঁকি যে আছে তাও বুঝছি। কিন্তু আপনাদের কাছে বা অন্য কারও কাছে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে শতভাগ নির্ভরযোগ্য তথা থাকলে আমাদের দিন,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর ধারাবাহিক সতর্কতার মধ্যে অনেক দেশ নাগরিকদের ইউক্রেইন ছাড়তে বলার পাশাপাশি কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরও দেশটি থেকে সরিয়ে নিয়েছে।
“যুক্তরাষ্ট্র যদিও কূটনৈতিক কর্মকাণ্ড চালাতে প্রস্তুত থাকে, আমরা অন্য দৃশ্যপটের জন্যও সমানভাবে প্রস্তুত,” বাইডেন-পুতিন ফোনালাপের পর বলেছে হোয়াইট হাউস।
ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেয়নি বলে বাইডেনকে বলেছেন পুতিন। তবে দুই নেতাই আলোচনা চালিয়ে যাবেন।
শনিবার পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও ফোনে কথা হয়েছে।
“আন্তরিক সংলাপের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ নয়,” ম্যাক্রোঁ পুতিনকে এমনটাই বলেছেন বলে ফরাসী দূতাবাসের প্রকাশিত নথিতে বলা হয়েছে।
একইদিন কিয়েভে কয়েক হাজার মানুষ রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের ডাক দিয়ে বিক্ষোভ করেছে। গনর নামে ডানপন্থি জাতীয়তাবাদী একটি গোষ্ঠী ও জেলেনস্কিবিরোধী ডানপন্থি অ্যাকটিভিস্ট সার্গিয়ে স্টেরনেনকো এই বিক্ষোভ কর্মসূচি ডাকলেও পরে আরও অনেকে তাদের সঙ্গে যোগ দেয়।
বিক্ষোভটি বিশাল না হলেও রাশিয়া ইউক্রেইন সীমান্তে লাখো সৈন্য জড়ো করার পর সৃষ্ট উত্তেজনায় এটিই ইউক্রেনীয়দের প্রথম কোনো কর্মসূচি, যা উল্লেখ করার মতো। বিক্ষোভটি কিয়েভের বিখ্যাত ময়দান চত্বরে গিয়ে শেষ হয়।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় সীমান্তে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও সৈন্যে এনে জড়ো করার পাশাপাশি এখন বেলারুশে যৌথ সামরিক মহড়া করছে, আজভ সাগরে তাদের নৌমহড়া সমুদ্রপথ আটকে রেখেছে বলেও অভিযোগ কিয়েভের।
এই অঞ্চল থেকে বেশ দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের উপস্থিতি টের পাওয়ার পর সেটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মার্কিন সাবমেরিনটি কুড়িল দ্বীপপুঞ্জের কাছে তাদের জলসীমার ভেতরে ঢুকে পড়ে এবং নির্দেশ দেওয়ার পরও সেটি পানির উপরে উঠে আসেনি।
পরে মার্শাল শাপোশনিকভ ডেস্ট্রয়ার ‘যথোপযুক্ত’ ব্যবস্থা নেওয়ায় মার্কিন ডুবোজাহাজটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাকে মস্কো তলবও করেছে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার ভাষ্য উড়িয়ে দিয়েছে।
“জলসীমায় আমাদের কার্যক্রম বিষয়ে রাশিয়া যে দাবি করেছে, তার কোনো সত্যতা নেই। আমাদের সাবমেরিনটি ঠিক কোথায় ছিল সে বিষয়ে কোনো মন্তব্য করবো না আমি, কিন্তু আমরা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচল ও কার্যক্রম পরিচালনা করে আসছি,” বিবৃতিতে এমনটাই বলেছেন মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন কাইল রাইনস।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473