প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২২, ৬:১১ পূর্বাহ্ণ
রাজধানীতে ২ এবং নরসিংদীতে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ মৃত্যু
এনবি নিউজ : রাজধানীর রুপনগরের বিরুলিয়া বেড়িবাঁধ গতরাতে পিকআপ ভ্যান এবং দুইটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ট্রাক চালক এবং একজন শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে। অপরদিকে নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন ৪ জন।
রুপনগরের ঘটনায় নিহতরা হলেন- কোককোলা গাড়ির লেবার রফিক (২৫) ও ট্রাক চালক বাদল (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫) ও আলম (৪৫)।
রুপনগরের ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে বাদল (৪৫) ও রফিককে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত বাদলের বাবা খলিলুর রহমান জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বর্তমানে উত্তরা নলগোলা এলাকায় থাকেন। বাদল মুন্সিগঞ্জ থেকে পাথর নিয়ে টঙ্গির দিকে যাচ্ছিলেন।
মৃত রফিকের সহকর্মী জিলানী সর্দার জানান, রফিক লেবারের কাজ করতেন। রাতে টঙ্গি থেকে একটি পিকআপে করে কোককোলা নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। পিকআপের ওপরে ছিলেন চারজন। রুপনগর বেড়িবাঁধ এলাকায় একটি পাথরের ট্রাক ও একটি বালুর ট্রাকের সঙ্গে পিকআপটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের ওপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে শ্রমিক রফিক মারা যায়। রফিকের বাড়ি লালমনিররহাট সদরে। বাবার নাম আবু জার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এদিকে অপর ঘটনার ব্যাপারে নরসিংদীর রায়পুরা থানার ওসি আজিজুর রহমার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার নরসিংদী-রায়পুরা সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। মৃত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত রিমা আক্তারকে (২০) নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রায়পুরা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা নরসিংদী থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2024 Noakhali-news.com. All rights reserved.