এনবি নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে আজ সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে হোয়াইট হাউসের জেন সাকি বলেছেন, অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারই বৈঠকের মূল উদ্দেশ্য।
এ ছাড়া দুই নেতা করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
এর আগে গত মার্চ মাসে এ দুই নেতার সঙ্গে আলোচনা হয়েছে কোয়ার্ড সম্মেলনে।
এতে বাইডেনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বৈঠকে অংশ নেবেন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473