এনবি নিউজ : ‘স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে শেষ বয়সে স্বপ্নের রঙিন একটি ঘর পাবো,’ এভাবেই বলেছেন দৌলতখান উপজেলার চরখলিফা দিদার উল্যাহ গ্রামের ভিক্ষুক তাজনুর বেগম (৪৯)। ঘর পেয়ে তৃপ্তির হাসি হেসে তিনি বলেন, সাত বছর আগে স্বামী ছিডু মিয়াকে হারিয়ে জীবনের যুদ্ধে এখন তিনি প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।
ঘর পেয়ে কেমন লাগছে-জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তাজনুর বেগম বলেন, ‘আমার স্বামী সাত বছর আগে মারা গেছে। এক মেয়ে, এক ছেলে আছে। ছেলে মনির হোসেন (২৮) চট্টগ্রামে রিকশা চালায়। গত ১০ বছর যাবৎ আমার কোন খোঁজখবর নেই না। মেয়ে নুর নাহারকে (২৫) বিয়ে দেওয়ার পর তার স্বামী তাকে আমার কাছে ফেলে রেখে চলে গেছে।’
তিনি বলেন, ‘ভিক্ষাবৃত্তি ও মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে বেঁচে থাকতাম। থাকার মতো চরখলিফা ইউনিয়নের দিদার উল্যাহ গ্রামের রিপন মিয়ার বাগানে কোন রকম ঝুপড়ি ঘরে দিন পার করতাম। আমাগো দৌলতখান থানার ওসি আমার খোঁজখবর নিয়ে কষ্টের কথা শুনে পুলিশের পক্ষ থেকে একটি ঘর উপহার দিয়েছেন। আজ আমাকে সেই ঘরের চাবি ওসি স্যার বুঝিয়ে দিয়েছেন। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করবো।’
এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় দৌলতখানে তাজনুর বেগম নামে এক গৃহহীন নারীকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে।গতকাল রোববার তাজনুর বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473