এনবি নিউজ ডেস্ক : ইরান এবং সৌদি আরব ইরাকের রাজধানী বাগদাদে বৈঠক করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে এটা ছিল পঞ্চম পর্বের আলোচনা।
ইরানের নিরাপত্তা বাহিনী ঘনিষ্ঠ নিউজ পোর্টাল নুরনিউজের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, আলোচনায় ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল এবং সৌদি আরবের গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল হুমাইদান অংশ নেন। তবে কবে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে খবরে সেটা প্রকাশ করা হয়নি।
দ্বিপাক্ষিক আলোচনা আঞ্চলিক উত্তেজনা কমাতে পারে বলে আশা প্রকাশ করলেও বড় কোনো অর্জন নিয়ে কোনো পক্ষ কিছু বলতে পারেনি।
খবর অনুসারে, বৈঠকে ইতিবাচক পরিবেশে কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা যায় তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পথ তৈরির সম্ভাবনার কথা বলা হয়েছে।
২০১৬ সালে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের জেরে ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে আক্রমণ করে একদল জনতা। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব- ইরানের মধ্যে এই পাঁচ ধাপের আলোচনার একমাত্র দর্শনীয় ফল হলো— জেদ্দায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- (ওআইসি) এর ইরানের প্রতিনিধির দপ্তর পুনরায় খোলা হয়েছে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473