এনবি নিউজ : ভোজ্য তেল, চাল, আটার মতো খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে যখন জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে, তখন গৃহস্থলি গ্যাসের মূল্যবৃদ্ধিকে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হিসেবে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ সোমবার ৬ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের দাম কমানো সম্ভব। করোনার অভিঘাত শেষে মূল্যস্ফিতির চাপে মানুষ নানা সংকটে আছে। সাধারণ মানুষের আয় বাড়েনি। তার ওপর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন আর্থিক ব্যয়ের বোঝা চাপাবে। এটা জনগণ মেনে নিতে পারে না।
বিবৃতিতে নেতারা গ্যাস খাতে অপচয় ও দুনীতি বন্ধের দাবি জানান। তারা নতুন দাম প্রত্যাহরেরও দাবি জানান।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473