এনবি নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৬ জুন সকাল ৬টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু।
সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক চুরির অপবাদ দিয়ে পদ্মাসেতুর অর্থায়ান না করে সড়ে গেছে। সেই অপমানের প্রতিশোধ হলো পদ্মা সেতু। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের প্রতীক, গৌরবের প্রতীক ও সততার প্রতীক।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুই তীরের জেলা সমূহের সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্ধোধনের দিন সারা বাংলাদেশ থেকে জনতার ঢল নামবে। পদ্মাসেতুর যখন হয়ে গেছে তখন বিএনপির অন্তরজ্বলা শুরু হয়েছে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473