এনবি নিউজ : আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী এই বাজেট পেশ করছেন। প্রস্তাবিত বাজেটে নিম্নোক্ত পণ্যগুলোর দাম বাড়ানোর ও কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
যে পণ্যগুলোর দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে-
বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য দ্রব্য, আমদানি করা ফল ও ফুল, আমদানি করা ফার্নিচার, কসমেটিকস, বিড়ি-সিগারেট, তামাক, গুল, জর্দা, প্রাইভেটকার, আমদানি করা ফ্রিজ ও এসি, আমদানি করা মোটরসাইকেল, আমদানি করা মুঠোফোন, চীজ, গুঁড়ো দুধ,
পনির, দই, জিআই ফিটিং, অ্যালুমিনিয়াম ফয়েল, গাড়ির সিলিন্ডার, লাইটার, কম্পিউটার প্রিন্টারের টোনার, মেডিটেশন সেবার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি।
এছাড়াও আরও যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে- আমদানিকৃত ইলেকট্রনিক ক্যাবল, সব ধরনের পাইপ, সব ধরনের রাবার জাতীয় পণ্য, আমদানিকৃত সোলার প্যানেল, অপটিক্যাল ফাইবার ক্যাবল, আমদানিকৃত চেয়ার, প্রিন্টিং কালি, আমদানিকৃত বিলাসবহুল পাখি, কিট-মাস্কসহ সব ধরনের কোভিড-১৯ সরঞ্জাম ইত্যাদি।
যে পণ্যগুলোর দাম কমানোর প্রস্তাব রয়েছে-
দেশীয় ল্যাপটপ, প্রিন্টার, ডেস্কটপ, হার্ডডিস্ক, তথ্য প্রযুক্তি পণ্য। আরও দাম কমবে দেশীয় মোবাইল ফোন, স্যানিটারি ন্যাপকিন, প্রেশার কুকার, দেশীয় ডায়াপার, মুড়ি, স্পিনিং মিলের পেপার, পাওয়ার টিলার, মাইক্রোওভেন, ইলেক্ট্রনিক ওভেন কৃষি যন্ত্রপাতি, ক্যাপসিকাম, সিসিটিভি, দেশীয় মোটরগাড়ি ও নির্মাণসামগ্রীর।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473