বরিশালে সমাবেশ চলা অবস্থায় বিএনপির দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। কয়েক মিনিট ধরে নেতাকর্মীরা একে অপরের ওপর চেয়ার ছুড়তে থাকেন। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম সমাবেশ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা স্কুল মাঠে শুরু হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন। ভিডিওতে দেখা গেছে বিকাল ৫টা দিকে সমাবেশে চলা অবস্থায় হঠাৎ করে নিজেদের মধ্যে চেয়ার মারামারি শুরু করেন নেতা-কর্মীরা। মাঠের মধ্যে দুটি অংশে বিভক্ত হয়ে চলে চেয়ার ছোড়াছুড়ি। কয়েক মিনিট ধরে চলে। পরে নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পরে আবার সমাবেশ শুরু হয়। তাৎক্ষণিকভাবে কোন কোন গ্রুপ সংঘর্ষে জড়িয়েছেন তা জানা যায়নি।
এদিকে বরিশালের মহাসমাবেশ সফল করতে ঢাকা থেকে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালও যোগ দেন।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473