এনবি নিউজ : গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ ১৭ জুলাই রবিবার মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল অভিযোগ গঠন শুনানি শেষ করেন।
অপরদিকে, খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় তার অপর আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আলী হোসেন আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473