এনবি নিউজ : গ্রিসে বিধ্বস্ত ইউক্রেনীয় কোম্পানির ‘আন্তোনভ’ এএন-১২ নামে উড়োজাহাজে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি'র জন্য কেনা প্রশিক্ষন মর্টার শেল ছিল বলে জানিয়েছে আইএসপিআর। ওই চালানে কোনও অস্ত্র ছিল না।
আজ ১৭ জুলাই রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। উক্ত চালানে কোনও অস্ত্র ছিল না এবং চালানটি বিমার আওতাভুক্ত।
এর আগে, স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) রাতে উড়োজাহাজটি গ্রিসের কাভালা শহরের পালেওচরি গ্রামে ভয়াবহভাবে আছড়ে পড়ে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ায় তৈরি।
সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় পৌঁছানোর আগে উড়োজাহাজটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি নেওয়ার কথা ছিল। উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ক্রদের পরিচয় নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473