এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে আটজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৯টি নমুনা। এর মধ্যে আটজনের মৃত্যু এবং এক হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা ৩, খুলনায় ২, ময়মনসিংহে ২ ও রংপুরে একজন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473