এনবি নিউজ : করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় দেড় কোটি টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। এর পর চাইলেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না কেউ। এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম এই মুহূর্তে। তাই যারা টিকা নেয়নি তাদের দ্রুত নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।
অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে প্রায় দেড় কোটি। এগুলোর মেয়াদ নভেম্বরে শেষ হবে। নভেম্বরের শেষের দিকে বিভিন্ন মেয়াদে এই টিকাগুলো মেয়াদউত্তীর্ণ হবে। দেশে এখনও ৩৩ লাখ মানুষ প্রথম ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেয়নি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তারা।
শামসুল হক জানান, আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের জন্য ৩০ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আমাদের কাছে মজুত আছে এক কোটি ৪৮ লাখ ডোজ ভ্যাকসিন। প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন যারা পাননি, তাদের জন্য এগুলো বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব ভ্যাকসিনের মেয়াদ শেষ হবে নভেম্বরে। আর তাই নভেম্বরের পরে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কাউকে দেওয়া সম্ভব হবে না।
তিনি আরও বলেন, নতুন করে টিকা কেনার সম্ভাবনা খুব কম। তবে শিশুদের জন্য টিকা পাওয়া যাবে, সেটি কোভ্যাক্সের মাধ্যমে আসবে।
শামসুল হক জানান, ডা. শামসুল আরও বলেন, যারা এখনও ভ্যাকসিন নেননি বা বাদ পড়ে আছেন, তাদের নিবন্ধন না থাকলেও সমস্যা নেই। তারা নিবন্ধন ছাড়াও কেন্দ্রে গেলে নিবন্ধন করে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার কারণে নভেম্বরের পরে আর তা দেওয়া সম্ভব হবে না।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473