এনবি নিউজ ডেস্ক : আগামী সপ্তাহে উজবেকিস্তানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করতে যাচ্ছেন। আর তেমনটা ঘটলে ইউক্রেন রুশ সেনা অভিযানের পর এটাই হবে পুতিন-জিনপিংয়ের প্রথম সরাসরি সাক্ষাৎ।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে পুতিন-জিনপিংয়ের আলাদা বৈঠক করার কথা রয়েছে। সেপ্টেম্বরের ১৫-১৬ তারিখ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই বৈঠক চীন-রাশিয়া সম্পর্কে উষ্ণতা আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে। আগেই চীনের প্রেসিডেন্ট রাশিয়ার সাথে মাত্রাহীন (নো লিমিটস) সম্পর্কের ঘোষণা দিয়ে রেখেছেন।
যুক্তরাষ্ট্রের আধিপত্য রুখতে একযোগে কাজ করে যাচ্ছে এই দুই দেশ। ইউক্রেন অভিযানের পর পশ্চিমারা রাশিয়ার ওপর কয়েক শত নিষেধাজ্ঞা দিলেও মস্কোর পাশে দাঁড়ায় বেইজিং। রাশিয়া থেকে জ্বালানি আমদানিও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে শি জিনপিংয়ের দেশ।
গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গাজপ্রমের সাথে একটি চুক্তিও সই করেছে রাশিয়া। যার আওতায় দুই দেশ ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা মানে রাশিয়ার রুবল আর চীনের ইউয়ানেই চলবে লেনদেন।
তবে আসন্ন বৈঠকে পুতিন ও জিনপিং কী নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি দুই দেশ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473