এনবি ডেস্ক : কঠোর অনুশাসন উপেক্ষা করেই চলছে জোরালো বিক্ষোভ। এদিকে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে মাথায় গুলি লেগে আহত ২০ বছর বয়সী তরুণী মিয়া থয়ে থয়ে খাইন মারা গেছেন।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন-নিহত ওই তরুণীর পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানায়।অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে অংশ নেওয়া কারও এই প্রথম মৃত্যু হলো।
এর আগে ১ ফেব্রুয়ারিতে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর প্রথম কয়েকদিন দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ধীরে ধীরে মানুষ অভ্যুত্থানের প্রতিবাদে সড়কে নেমে আসে।
এরই ধারাবাহিকতায় বিক্ষোভে অংশ নেন মিয়া থয়ে থয়ে খাইন। যিনি নেপিদোতে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হন। এরপর ৯ ফেব্রুয়ারি থেকেই তার অবস্থা ছিল গুরুতর। এরপর থেকে রাজধানী নেপিদোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিয়া। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে ওই হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
এদিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে রাজধানী নেপিদো, মান্দালিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলমান।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473