প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ণ
ডেঙ্গু বাড়ছেই : মৃত্যু ৪, আক্রান্ত ৬৭৭
এনবি নিউজ : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৬৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬২ জন এবং রাজধানীর বাইরে ২১৫ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের এই তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৯৩ জনে। এ পর্যন্ত মারা গেছে ৭৪ জন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ২১ হাজার ৮৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৯ হাজার ৩০৩ জন।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2024 Noakhali-news.com. All rights reserved.