এনবি নিউজ ডেস্ক : ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, রোববার লাইসেন্সপ্লেট বিহীন গাড়িতে করে আন্দোলনরত স্কুলগুলোতে যায় ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর সেখান থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় তারা। খবর দ্য গার্ডিয়ানের৷
কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ইরানে চলছে প্রচন্ড বিক্ষোভ৷ এই বিক্ষোভে নতুন করে যোগ দিয়েছে স্কুলগুলোর মেয়ে শিক্ষার্থীরা।
রোববার ইরানের কুর্দিস্তানে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয় সরকার -এরমাধ্যমে বোঝা যাচ্ছে কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আন্দোলন নিয়ে চিন্তায় আছে সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্কুলের মেয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও দ্বন্দ্বে জড়িয়ে পরছে৷
পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে, তারা আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার করেছে৷ তবে গুলি ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে ইরানি সরকার।
সাথী
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473