গত বছরের ১৪ জুন ভারতের মুম্বাইয়ের বান্দ্রার নিজ ফ্লাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের দাবি। এ নিয়ে বিস্তর তদন্ত চললেও এখনও পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
তবে মৃত্যুর ৮ মাস পর বিনোদন জগতে অবদানের জন্য সুশান্তকে (সেরা অভিনেতা) ‘মরণোত্তর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এ ঘোষণা আসে রবিবার।
এ আসরে সিনেমা ও ওয়েব দুনিয়া মিলিয়ে একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেরার স্বীকৃতি পেয়েছেন বলিউডের নামি-দামি তারকারাও। এর মধ্যে সুশান্তর পুরস্কার প্রাপ্তিতে খুবই আপ্লুত তার ভক্তেরা।
AT
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473