এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় শনাক্ত হয়েছেন ১৯৬ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪১৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯০৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯১৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৬ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473