কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
গত বৃহস্পতিবার বিকেলে নগরের কাজীর দেউড়ী এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ পাওয়া যায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
পুলিশের সদস্যসহ আহত হন ১২ জন। তবে পুলিশের দাবি, সড়ক দখল করে মিছিল করায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ সড়ক থেকে সরে যেতে বললে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473