এনবি নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ৪১৭ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৭ জন। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৬০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮১৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮০৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ, মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473