প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ
ভারত থেকে বৃহস্পতিবার আসছে ২০ লাখ করোনার টিকা

এনবি নিউজ : ২০ জানুয়ারি দেশে ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। আজ সোমবার সন্ধ্যায় সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিউজ বেঙ্গলীকে বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা।
এর আগে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান আসবে। এ টিকা ১৮ বছরের নিচের কাউকে দেওয়া হবে না।
এসকে/১৮ জানুয়ারি, ২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2025 Noakhali-news.com. All rights reserved.