এনবি নিউজ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৮০ জন। তবে এই এক দিনে কেউ মারা যাননি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৪৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৮১ জন। আর বাকি ৭৬৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৭৪০ জন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473