এনবি নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ১২ দল মিলে ‘সমমনা ১২ দলীয় জোট’ নামে নতুন জোটের ঘোষণা দিয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ করে তারা।
১২-দলীয় এই জোটে রয়েছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।
১২-দলীয় জোট প্রসঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘২০ দল ভেঙে ১২ দলের জোট গঠন হয়নি বরং ২০ দল বিলুপ্ত হয়ে যাওয়ায় ১২ দল গঠন হয়েছে।’
জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমরা ২০২৪ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার জন্য, এবং বর্তমান অনির্বাচিত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিএনপির ১০ দফা দাবি ও ২৭ দফা সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচিকে জাতীয় মুক্তির সনদ বিবেচনা করে একাত্মতা ঘোষণা করছি।’
১২ দলের অন্য নেতারা বলেন, ‘আমরা জোটের শরিক দল হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ভোটাধিকার এবং সার্বিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত সব আহ্বান এবং আন্দোলনের যুগপৎ অংশগ্রহণ করার অঙ্গীকার ঘোষণা করছি।’
সংবাদ সম্মেলনে নতুন জোটের নেতারা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল। এ জন্য নতুন জোটের মাধ্যমে তারা রাজনীতির মাঠে পথচলা শুরু করবে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473