প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২২, ৮:৫৩ পূর্বাহ্ণ
স্বপ্নের মেট্রোরেলে চড়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী
এনবি নিউজ : স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে চাকা ঘুরতে শুরু করেছে স্বপ্নের মেট্রোরেলের। প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে টিকেট কেটে চড়েছেন বহু আকাঙ্খিত এ রেলে। প্রধানমন্ত্রীর ছোটবোন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে রয়েছেন। এরপরই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশে বেলা ১২টার দিকে হুইসেল দিয়ে ছেড়ে যায় স্বপ্নের মেট্রোরেল।
এর আগে বেলা ১১টার দিকে মেট্রোরেলের শুভ উদ্বোধন করতে রাজধানীর উত্তরায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনস্থলে পৌঁছেই তিনি নামফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য দেন। এরপর প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয় পদ্ধতির টিকেট কাউন্টার থেকে টিকেট কেটে মেট্রোতে চড়ে বসেন। তিনিই হলেন মেট্রোরেলের প্রথমযাত্রী। মেট্রোরেলের প্রথম চালক একজন নারী, তার নাম মরিয়ম আফিজা।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2024 Noakhali-news.com. All rights reserved.