এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলেন। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাতদিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া, তাদের জনগণ বিশ্বাস করে না।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে ওবায়দুল কাদের একথা করেন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ট্রার্ম কার্ডের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘জলিল ভাইয়ের ট্রাম কার্ডের পর ফখরুল ইসলামের লাল কার্ড ফলাফল শূন্য... লাল কার্ড ভুয়া... ভুয়া।’
ওবায়দুল কাদের বলেন, ‘ট্রাম কার্ডের ফলাফল কী হয়েছিল আপনারা সবাই জানেন। বিএনপি এখন পথ হারা পথিকের মতো, তাদের আন্দোলনের ঢেউ এসেছিল। এখন জোয়ার থেকে ভাটায় নেমে গেছে। খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন?’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘কোনো ব্যক্তি হঠাৎ বাঁশিতে ফুঁ দিলেন আর স্বাধীনতা চলে এলো তা নয়, আচমকা আসমান থেকে স্বাধীনতা আবির্ভূত হয়নি। স্বাধীনতার বীর বাঙালিরা হাজার বছর ধরে জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য। স্বাধীনতা একদিনে আসেনি। কোনো কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কথা বলে, এই দেশে গণঅভ্যুত্থান একবারই হয়েছিল। ৯০ এ যেটা হয়েছে সেটা গণআন্দোলন, গণঅভ্যুত্থান না। এরশাদের ভিত দুর্বল ছিল বলে গণআন্দোলনে পদত্যাগ করেছিল।’