এনবি নিউজ : আজ সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র হট্টগোল করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিনের নির্দেশে তিন কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।
আটকৃত প্রার্থীরা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক ও ভোটার মোহাম্মদ আরজু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে ভোটারদের সঙ্গে হট্টগোল করেন ওই তিন কাউন্সিলর। তাদের একাধিকবার সর্তক করা হলেও তা না মানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
৫ম ধাপে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন সকাল ৮টায় শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
৯টি ওয়ার্ডে কাউন্সলর পদে ৪০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ১২টি ভোট কেন্দ্রে ইভিএমে ২৫ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিক উদ্দিন ভুইয়া এবং বিএনপি মনোনীত এএফএম আজিজুল ইসলাম পিকুল অংশ নিয়েছেন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473