এনবি নিউজ : বিএনপির এমপিরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয় উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোট বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। সবকটি আসনেই ইভিএমে ভোট হয়েছে। ভোট শেষে এখন গণনা চলছে।
এদিকে, এই উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একদম কম ছিল। তবে কোনও কেন্দ্রে তেমন সংঘর্ষ বা ঝামেলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়নি। উপনির্বাচন হওয়া ছয়টি আসন হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473