এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের তাগিদে বইয়ের ডিজিটাল ভার্সনও জরুরি। অন্যদিকে, তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে হবে। যেন তারা মাদকে না জড়ায়।
আজ বুধবার বিকালে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করাতে সব বই অনুবাদের ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।
এর আগে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন তিনি।
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পুরস্কার পেয়েছেন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473