এনবি নিউজ ডেস্ক : মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন বেশির ভাগ মানুষই ঘুমে ছিল।
খবর অনুসারে, এর আগে ১৯৩৯ সালের ডিসেম্বরে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই সময় ৩০ হাজার মানুষের প্রাণহাণি ঘটে।
ইউএসজিএসের অনুমান, ৪৭ শতাংশ সম্ভাবনা আছে নিহতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারে পৌঁছাবে এবং ২০ শতাংশ সম্ভাবনা আছে ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছাবে। ভূমিকম্প সংঘটিত অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্পের মডেল থেকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই অনুমান করেছে।
এক রিপোর্টে ইউএসজিএস বলেছে, ব্যাপক হতাহত এবং বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের প্রভাব সুদূরপ্রসারী হবে।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলের বাসিন্দারা যে ধরনের বাসভবনে বসবাস করেন তার গঠন খুবই দুর্বল। এই ভূমিকম্পে তুরস্কের অর্থনৈতিক ক্ষতি হতে পারে ১ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত।
সিরিয়া-তুরস্কের সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬শ ছাড়িয়েছে, আহত হয়েছে ৩ হাজার অধিক।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473