এনবি ডেস্ক : সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মিয়ানমারজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আজ রবিবার কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গেছে, পুলিশের গুলিতে প্রথমে একজন, পরে আরেকজন, এরপর আরও দুইজন, এভাবে বেড়ে মিয়ানমার জুড়ে এ পর্যন্ত পাঁচ নিহত হয়েছেন। গার্ডিয়ান বলেছে, দক্ষিণের ডাউয়ি শহরে নিহত হয়েছেন তিনজন। একজন নিহত হয়েছেন ইয়াঙ্গুনে।
এ নিয়ে মিয়ানমারে অভ্যুত্থানের পর মোট কমপক্ষে ৮ বিক্ষোভকারী নিহত হলেন। রবিবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ সরাসরি গুলি, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছুড়েছে। অভ্যুত্থানের পর এটাই তাদের সবচেয়ে আগ্রাসী বিক্ষোভ বিরোধী দমনপীড়ন।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473