প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ২:২৮ পূর্বাহ্ণ
ঢাবির টিএসসি থেকে ছাত্রদলের ৩ নেতা-কর্মী আটক
এনবি নিউজ : গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার ক ঘন্টা পর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করেছে ‘সাদাপোশাকের’ পুলিশ।
টিএসসির ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে থেকে ওই তিনজনকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ছাত্রদলের দাবি অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার, স্যার এ এফ রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার কর্মী আতিক মোর্শেদ।
প্রত্যক্ষদর্শী টিএসসির একজন চা–দোকানি এনবি নিউজকে বলেন, সন্ধ্যায় আনিসুর, জিসান ও আতিক টিএসসিতে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ সাদাপোশাকের কয়েকজন পুলিশ তাঁদের ধরে ফেলেন। পরে টিএসসি থেকে পুলিশের গাড়িতে করে তাঁদের শাহবাগের দিকে নিয়ে যাওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান এনবি নিউজকে বলেন, ‘ওই তিনজনের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। শুধু ছাত্রদল করার অপরাধেই তাঁদের পুলিশ আটক করেছে। স্বাধীন দেশে একটি বৈধ ছাত্রসংগঠন করা কি অপরাধ? আমরা এই আটকের ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এদিকে ছাত্রদলের তিন নেতাকে আটকের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদের মুঠোফোনে ফোন করা হলে তিনি তা কেটে দেন।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473
Copyright © 2025 Noakhali-news.com. All rights reserved.