এনবি নিউজ : দুই বছর পর বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হবে বুধবার। আশা করা হচ্ছে, এ উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসবেন। এই দুই দেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব বৈঠকটি হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে দিল্লিতে। এবারের আলোচনায় পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, লাইন অব ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী সেপ্টেম্বরে ডি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। শেষবার আমি দিল্লি গিয়েছিলাম। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পরে তিনি সেভাবে আসেননি। দুই দেশের সব ইস্যু নিয়ে আলোচনা করবো।’
উল্লেখ্য, গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বাংলাদেশ সফরের সময়ে কাত্রা ঢাকায় এসেছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘গত এক বছরে অনেক উচ্চ-পর্যায়ের বৈঠক হয়ে গেছে। সেগুলোর বাস্তবায়নে কোনও সমস্যা থাকলে সেটি আমরা দেখবো। মোটামুটি কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো—সব ইস্যু আলোচনা করতে।’
তিনি বলেন, ‘জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা হবে।’
আদানি থেকে বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বলেন, ‘এটি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনও ধরনের অনুরোধ পেলে বিবেচনা করবো।’
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473