এনবি নিউজ : মাদারীপুর শিবচর হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় আহত পদ্মা রেলওয়ে প্রকল্পের সার্ভেয়ার চ্যাং বিন (৩২) মারা গেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চীনা এই নাগরিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতবস্থায় চ্যাং বিন-কে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির তথ্যমতে, চ্যাং বিন ফরিদপুরের ভাঙ্গায় অস্থায়ী ক্যাম্পে থাকতেন। তিনি আজ সকাল ৮টার দিকে শিবচর হাইওয়ে দিয়ে পিকআপ গাড়িতে চড়ে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন পদ্মা রেলওয়ের প্রকল্পের কাজ দেখতে যাচ্ছিলেন। পথে তাকে বহনকারী গাড়িটি একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চ্যাং বিন গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তার সহকর্মী রনি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চ্যাং বিন মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473