এনবি নিউজ : মোবাইলে ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও নগদকে শৃঙ্খলার সঙ্গে কাজ পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালানোর মৌখিক হুঁশিয়ারিও দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতে এমন আচরণ বরদাশত করা হবে না বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।
জনগণের টাকার নিরাপত্তায় কঠোর সিদ্ধান্ত নেয়ার বার্তাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একে অপরের বিরুদ্ধে পোস্টার লাগানো এবং ভিডিও চিত্র প্রকাশ প্রসঙ্গে অজ্ঞাত ১০ হাজার জনের বিরুদ্ধে মামলায় এসব নির্দশনা দেয়া হয়।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473