এনবি নিউজ : দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।
আজ রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোলরুমের তথ্যমতে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ৪ হাজার ২২২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১ হাজার ৬০৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের ১ হাজার ৭২০ জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১ হাজার ২৬ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৯৪০ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ২ হাজার ২৪৬ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ২ হাজার ৬১৮ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৮৩৪ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ জন। আর অনুপস্থিত ১৭ হাজার ১৯২ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ১৪।
এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছে চার জন পরীক্ষার্থী।
এ টি
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473