এনবি নিউজ ডেস্ক : এক সংবাদমাধ্যম দাবি করেছে, চীনে সংক্রমণ বাড়ছে। তা বাড়তে বাড়তে জুনের শেষেই সাড়ে ৬ কোটি ছুঁতে পারে সাপ্তাহিক সংক্রমণ।
প্রসঙ্গত, ওমিক্রনের ভ্যারিয়্যান্ট এক্সবিবি দাপট দেখাচ্ছে গত এপ্রিল থেকে। মাস দুয়েক ধরেই চীনে সাপ্তাহিক সংক্রমণ ৪ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে। আগামী দিনে তা আরও বাড়বে। আগামী মাসের শেষেই নয়া ভ্যারিয়েন্টের ধাক্কায় সাপ্তাহিক সংক্রমণ সাড়ে ৬ কোটি ছুঁতে পারে।
এদিকে, চীনে একটা সময় দৈনিক সংক্রমণ সাড়ে তিন কোটিও ছুঁয়েছে। একেবারে ভেঙে পড়েছিল চীনের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালে বেড নেই। ওষুধ বাড়ন্ত। সেই ধাক্কা কোনওমতে সামলানো গেলেও নতুন করে চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক’দিন আগেই জানিয়েছে, আরও ভয়ঙ্কর অতিমারি আসতে পারে। যা করোনার আতঙ্ককেও ছাপিয়ে যাবে। চীনের বর্তমান করোনা পরিসংখ্যান কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। অন্যান্য দেশেও বা এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই যখন অবস্থা, তখন চীন ফের টিকার উপর জোর দিতে শুরু করেছে।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473