এনসবি নিউজ ডেস্ক: আমেরিকার মিশিগানে পিনাট নামের একটি মুরগি জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই–বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে জলে ফেলতে যাচ্ছিলেন। তখন খেয়াল করেন যে একটি মুরগি ডিম ফুটে বের হচ্ছে। সেই থেকেই মার্সির সঙ্গে আছে পিনাট।
মার্সি জানিয়েছেন, পিনাটের খাবারের তালিকায় থাকে তাজা সবজি, ফল, দই, ভিটামিন ডি ট্যাবলেট, পরিষ্কার জল।
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473