এনবি নিউজঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তত আছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে, আইন প্রণয়ন কার্যাবলীতে তিনটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উত্থাপিত বিল তিনটি হচ্ছে , ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১।
শিক্ষামন্ত্রী সংসদকে জানান, ফল প্রকাশের জন্য এইসব বিল পাস হওয়া জরুরি।
এ টি/ ১৯ জানুয়ারি২০২১
প্রধান নির্বাহী - আরেফিন শাকিল, অফিসঃ নদী বাংলা টাওয়ার, শহীদ বুলু স্টেডিয়াম সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোনঃ 01303-166473